যেভাবে অনলাইনে এসএসসি ও সমমান পরীক্ষা এর ফলাফল বের করবেন
অনলাইনে এসএসসি ও সমমান পরীক্ষা এর ফলাফল বের করার অনেক ধরনের উপায় আছে। কিন্তু আপনি কোন প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট বের করতে পারবেন। মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই এসএসসি ও সমমান পরীক্ষা এর ফলাফল প্রকাশিত হবে। এই ওয়েবসাইটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ছাড়াও আপনি বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের ফলাফল বের করতে পারবেন। এখানে আপনি সকল বোর্ড পরীক্ষার ফলাফল মার্কশীটসহ বের করতে পারবেন।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার অফিসিয়াল ওয়েবসাইট লিংকটি নিচে দেওয়া হলো –
অনলাইনে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (educationboardresults.gov.bd) থেকে রেজাল্ট বের করার নির্দেশনা নিচে দেওয়া হলো –
- প্রথমে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল দেখার এই ওয়েবসাইটে যান – educationboardresults.gov.bd
- এবার “Examination” অপশন থেকে “SSC/Dakhil” সিলেক্ট করুন।
- “Year” অপশনে “2020” দিন
- তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।
- এবার “Roll” বক্সে সর্তকতার সাথে আপনার পরীক্ষার রোল নাম্বারটি দিন।
- এবার “Reg: No” বক্সেও সর্তকতার সাথে আপনার পরীক্ষার রেজিষ্টেশন নাম্বারটি দিন।
- সিকিউরিটি নাম্বার ক্যাপচাটি পূরণ করুন। Example: 4+3 = 7
- সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “SUBMIT” বাটনে ক্লিক করুন। “SUBMIT” বাটনে ক্লিক করা মাত্রই আপনার এসএসসি/দাখিল পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।
যেভাবে মোবাইল অপারেটর থেকে এসএমএস (SMS) করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে
প্রতি বছরই ফলাফল প্রকাশের দিন সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের সাথে নিয়ে এসএসসি পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল এএমএস পোর্টালে ফলাফল প্রকাশ করা হয় বেলা দুইটার দিকে।
ফলাফল প্রকাশের দিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত (কম-বেশি হতে পারে) শিক্ষাবোর্ডের রেজাল্ট সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে অতিরিক্ত ট্রাফিকের কারণে সার্ভার সংক্রান্ত সমস্যা দেখা দেয়। তাই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে কিছুটা ঝামেলা পোহাতে হয় বা বেশি সময় লাগতে পারে। এজন্য এবং যাদের ইন্টারনেট সংযোগ নেই তাদের জন্য বিকল্প হিসেবে রয়েছে মোবাইল ফোনের এসএমএস সেবা।
হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনটি দিয়ে এসএমএসের মাধ্যমে খুব সহজে ফলাফল জানা যাবে। সবগুলো মোবাইল অপারেটরের নম্বর থেকে একইভাবে ফলাফল জানা যাবে। এতে খরচও তেমন নেই। প্রতি এসএমএস (SMS) – এ ২.৪৪৳ কাটা হবে।
এসএমএসের জন্য এর জন্য সকল শিক্ষা বোর্ডের প্রথম তিন (৩) অক্ষর
- বরিশাল শিক্ষা বোর্ডের জন্য : BAR
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জন্য : CHI
- কুমিল্লা শিক্ষা বোর্ডের জন্য : COM
- ঢাকা শিক্ষা বোর্ডের জন্য : DHA
- দিনাজপুর শিক্ষা বোর্ডের জন্য : DIN
- যশোর শিক্ষা বোর্ডের জন্য : JES
- ময়মনসিংহ শিক্ষা বোর্ডের জন্য : MYM
- রাজশাহী শিক্ষা বোর্ডের জন্য : RAJ
- সিলেট শিক্ষা বোর্ডের জন্য : SYL
- মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য : MAD
- কারিগরি শিক্ষা বোর্ডের জন্য : TEC
0 Comments