সাম্প্রতিক তথ্য- Recent Information For All Job



১/ দেশে গরিব বেশি কুড়িগ্রামে, সবচেয়ে কম হতদরিদ্র মানুষ নারায়ণগঞ্জে।

১১ অক্টোবর ২০২১

বিস্তারিত:

• সরকার এখন আয়ের ভিত্তিতে দারিদ্র্যের পরিমাপ করে। শিগগিরই আয়ের পরিবর্তে                            বহুমাত্রিক দারিদ্র্য সূচক দিয়ে দারিদ্র্য পরিমাপ করবে।
• প্রথমবারের মতো ধর্ম ও জাতি ভিত্তিতে ধনী-গরিবের হার নির্ণয়।
• সম্পদে সবচেয়ে পিছিয়ে সুনামগঞ্জ, আয়ে পিছিয়ে কুড়িগ্রাম।
• আয়বৈষম্য সবচেয়ে বেশি খুলনায়, সবচেয়ে কম কক্সবাজারে।
• সবচেয়ে গরিব উপজেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম।
• আয়ের দিক থেকে ধর্ম ভিত্তিতে মুসলমানদের মধ্যে হতদরিদ্রের হার ১১ শতাংশ।
• এ হার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ১৪ শতাংশ।
• এ ছাড়া খ্রিষ্টধর্মের ২১ শতাংশ ও বৌদ্ধ সম্প্রদায়ের ২২ শতাংশ মানুষ হতদরিদ্র।
• জাতিগত ক্ষুদ্র জাতিসত্তাগুলোর মধ্যে চাকমাদের ৭১ শতাংশ,
• সাঁওতালদের ৪৮ দশমিক ৮ শতাংশ,
• মারমাদের ৬৫ শতাংশ,
• ত্রিপুরাদের ৭৭ শতাংশ,
• গারোদের ৪৭ শতাংশ,
• ম্রোদের ৯৮ শতাংশ,
• খাসিয়াদের ১৭ শতাংশ ও
• মণিপুরিদের ৮ শতাংশ হতদরিদ্র।


২/ টানা চার বলে চার উইকেট নিয়ে ডাবল হ্যাটট্রিক করে ইতিহাসে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার
অক্টোবর ১৮, ২০২১

বিস্তারিত:
• টানা চার বলে চার উইকেট  - ক্রিকেটের পরিভাষায় এটিকে বলে ডাবল হ্যাটট্রিক।
• টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন নজির এই প্রথম।
• আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে তিনি পেলেন হ্যাটট্রিকের স্বাদ।
• বিপক্ষ নেদারল্যান্ড 
• টি-টোয়ন্টি বিশ্বকাপে এটি মাত্র দ্বিতীয় হ্যাটট্রিক।
• এর আগে ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন ব্রেট লি।
টি-টোয়েন্টিতে টানা চার বলে উইকেট অর্থাৎ ডাবল হ্যাটট্রিকের আরও দুটি নজির আছে।
• ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিলেন আফগানিস্তানের রশিদ খান।
• ওই বছরই নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল হ্যাটট্রিক করেন শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা।


৩/ আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বের ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৪তম । শীর্ষে ডেনমার্ক, সর্বনিম্নে ভেনেজুয়েলা

১৬ অক্টোবর ২০২১

বিস্তারিত:

আন্তর্জাতিক নাগরিক সমাজ সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) ‘রুল অব ল ইনডেক্স ২০২১’-এ দক্ষিণ এশিয়ায় ছয়টি (ভুটান ও মালদ্বীপ নেই) দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ।



৪/ সৌরজগতে জীবাশ্মের সন্ধানে বৃহস্পতির পথে নভোযান লুসি
 ১৭ অক্টোবর , ২০২১

বিস্তারিত:
বৃহস্পতি বা জুপিটার গ্রহের কাছে যেসব গ্রহাণু ঘুরে বেড়াচ্ছে, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে সেখানে একটি মহাকাশযান পাঠিয়েছে নাসা।

 

৫/ ৬ ডিসেম্বর, ২০২১ বাংলাদেশ ও ভারত যৌথভাবে ১৮টি দেশে "মৈত্রী দিবস" পালন করবে।
১৮ অক্টোবর ২০২১

বিস্তারিত:
• বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০তম বছর উপলক্ষে এ দিবস পালন করা হবে।
• ইতিহাসে এই দিনটিকে যত্ন করে আগলে রাখতে দুই বন্ধু প্রতিম রাষ্ট্র ‘মৈত্রী দিবস’ লগো ও ব্যাকড্রপ নকশা প্রতিযোগিতার আয়োজন করছে।


৬/ বিশ্বের প্রবীণতম মহাকাশচারী ব্যক্তি কানাডিয়ান অভিনেতা উইলিয়াম শাটনার (৯০ বছর)
১৩ অক্টোবর ২০২১

বিস্তারিত:
• আজ থেকে ৫৫ বছর আগে আমেরিকায় যখন প্রিমিয়ার শো হয়েছিল দুনিয়া কাঁপানো টেলিভিশন সিরিয়াল ‘স্টার ট্রেক-অরিজিনাল সিরিজ’-এর তখন তার বয়স ছিল ৩৫।
• ধনকুবের জেফ বেজসের সংস্থা ব্লু অরিজিন-এর বানানো ‘নিউ শেফার্ড’ রকেটে চেপে।
• টেক্সাসের ভ্যান হর্নের মহাকাশ বন্দর থেকে শাটনার এবং তার তিন সঙ্গীকে নিয়ে নিউ শেফার্ড রকেটের উৎক্ষেপণ হয়েছিল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টার কিছু আগে।


৭/ অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত ড. ইনামুল হক মারা গেছেন
১১ অক্টোবর ২০২১

বিস্তারিত:
• বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ইনামুল হকের জন্ম ১৯৪৩ সালের ২৯ মে ফেনী সদরের মটবী এলাকায়।
• বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘ ৪৩ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার সময় ১৫ বছর রসায়ন বিভাগের চেয়ারম্যান এবং দুই বছর ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।
• ফাদার গাঙ্গুলীর নির্দেশনায় তখন তিনি ‘ভাড়াটে চাই’ নাটকে প্রথম অভিনয় করেন। (মঞ্চ)
• ইনামুল হক অভিনীত প্রথম টিভি নাটক মোস্তফা মনোয়ার পরিচালিত ‘মুখরা রমনী বরশীকরণ’। 
• দেশ স্বাধীনের পর বিটিভির প্রথম নাটক ‘বাংলা আমার’ এবং একুশের প্রথম নাটক ‘মালা একশত মালঞ্চের’র তারই লেখা ছিলো।
• ২০১২ সালে ড. ইনামুল হক একুশে পদক লাভ করেন।
• ২০১৭ সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে সরকার।


৮/ সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরকচি গ্রামে অবস্থিত হাওর ‘গুরকচি হাওর’ নামে পরিচিত।

বিস্তারিত:
শহর থেকে হাওরের দূরত্ব ৩৫ কিলোমিটার।


Post a Comment

0 Comments