এপ্রিলেই চতুর্থ গণবিজ্ঞপ্তি


আগামী এপ্রিল মাসে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হবে বলে আশ্বাস করেছেন এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান। মার্চে তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সব কাজ শেষ করা হয়ে গেলে এপ্রিল মাসে চতুর্থ ধাপের নিয়োগের জন্য শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হবে বলে গত রোববার (০৬-০২-২০২২) দুপুরে জানান তিনি।  চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য এখনো শিক্ষক শূন্যপদের তালিকা সংগ্রহের কাজ শুরু করেনি এনটিআরসিএ। তবে খুব দ্রুত শূন্যপদের তালিকা সংগ্রহের কাজ শুরু করা হবে। 

তিনি আরও বলেন, তৃতীয় ধাপের নিয়োগ সংশ্লিষ্ট কিছু কাজ আছে। আমরা ওই নিয়োগে শিক্ষক শূন্যপদগুলোতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি পেয়েছি। সে বিষয়ে কাজ চলছে। এরপর দ্বিতীয় মেরিট লিস্টের অর্থাৎ খালি থাকা পদগুলোতে পরবর্তী প্রার্থীকে সুপারিশ করবো। এরপর কিছু অভিযোগ আছে, সেগুলোও সমাধান করা হবে। এসব শেষ করতে হয়তো আমাদের মার্চ মাস চলে যাবে।

এদিকে এপ্রিল মাসে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরুর আশ্বাসে অনশন প্রত্যাহার করেছেন ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। তারা বলছেন, এনটিআরসিএর চেয়ারম্যান এপ্রিল মাসে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরুর আশ্বাস দেয়ায় তারা অনশন প্রত্যাহার করেছেন।


উল্লেখ্য গত রোববার দুপুরে প্রার্থীরা এনটিআরসিএর কার্যালয়ের সামনে অনশন শুরু করেন। তবে কিছুক্ষণ পরেই তা প্রত্যাহার করা হয়। এর আগে সকালে প্রার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ‘চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক নিবন্ধন ফোরাম’-এর ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে প্রার্থীদের নেতা শাকিল আহমেদ বলেন, ‘এনটিআরসিএর চেয়ারম্যানের সঙ্গে আমাদের পাঁচ জন দেখা করি। এপ্রিলে তারা চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আশ্বাস দিয়েছেন। তাই আমরা কর্মসূচি প্রত্যাহার করছি।’


সাম্প্রতিক সাধারন জ্ঞান/ Recent Questions And Answer: ( অক্টেবর ২০২১)

HSC College Admission Circular 2022 [Apply Now] (একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২)

Post a Comment

0 Comments